আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুন করার প্রতিবাদ রাজ্যজুড়ে তীব্র হচ্ছে। শহর, শহরতলি ছাপিয়ে প্রতিবাদের ভাষা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিও স্পর্শ করেছে। ধর্ষণের বিরুদ্ধে এবং ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্যবাসী। কর্মবিরতি-আন্দোলন চলছে, তার মধ্যেই চলেছে জুনিয়র ডাক্তারদের ‘অভয়া ক্লিনিক’। প্রশাসনের কোনও চাপের কাছে নতি স্বীকার না করে প্রতিবাদ আন্দোলনের মধ্যেই টেলিমেডিসিন ছাড়াও শহর জুড়ে বিভিন্ন অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে রোগী দেখার অভিনব পন্থা বেছে নিয়েছেন তাঁরা। গত রবিবার দিনভর চলেছে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় ২৮টি ‘অভয়া ক্লিনিকে’ রোগী দেখছেন জুনিয়র সিকিসকরা। চিকিৎসার নিদান থেকে নিখরচায় ওষুধপত্র মিলছে এই ‘অভয়া ক্লিনিক থেকে। উপকৃত হচ্ছেন রোগী ও তাঁদের পরিবার।
হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে মৌলালি মোড়ে। ছবি- প্রীতম ঘোষ।
আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনার পর থেকে ন্যায় বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলন সর্বাত্মক আকার নিয়েছে। জরুরি বিভাগ চালু রেখে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে রোগী পরিষেবা নিয়ে। চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য ফতোয়াও জারি করে প্রশাসন। কিন্তু জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁদের কর্মবিরতি চলবে। পাশাপাশি রোগীদের পরিষেবা দিতেই এই অভয়া ক্লিনিকের কর্মসূচি জুনিয়র ডাক্তারদের। সারা রাজ্যের সঙ্গে এদিন মৌলালি মোড়, পানিহাটি ট্রাফিক মোড় এবং ডানলপ মোড়ে অভয়া ক্লিনিক চালু হয়। সাপ্তাহিক ছুটির দিনেও সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিকে’ ভীড় উপচে পড়। হাসপাতাল নয় বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই ক্যাম্প চলেছে। রোগীদের স্বার্থে এই ধরনের ক্যাম্প চলবে। গত রবিবার হয়েছিল, আজও কলকাতা-সহ ও আশেপাশের অনেক জায়গায় ‘অভয়া ক্লিনিক’ চলেছে।’’
এই ‘অভয়া ক্লিনিক’ শুধু শহর কলকাতার মধ্যে আবদ্ধ নয়। দক্ষিণ ২৪ পরগনা, রায়গঞ্জ, শিলিগুড়ি, বারাসত, তমলুক, মেদিনীপুর, বর্ধমান এবং বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে।
Comments :0