দুর্নীতি, বিভাজনের রাজনীতিকে হারানোর ডাক দিয়ে বিশাল জনসভা হয়েছে মালদহের রতুয়ায়। সিপিআই(এম) রতুয়া-২ এরিয়া কমিটির ডাকে এই জনসভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মানুষের শত্রু দুই লুটেরাকেই হটানোর জন্য জোট বাঁধার আহ্বান জানান তিনি।
দুর্নীতি-দুষ্কৃতী জোট হটানোর ডাক দিয়ে জাঠা মিছিল হয়েছে মালদহের মানিকচকে। সোমবার সকালে এই জাঠা নূরপুর থেকে শ্যামলালপাড়া হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে মিছিল শেষ হয় নূরপুর বাসস্ট্যান্ডে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিলে স্লোগান ওঠে ‘চোর ধর, জেল ভর’।
সোমবার সংক্ষিপ্ত সভা থেকে জাঠার সূচনা করেন সেলিম। অংশ নেন পার্টিনেতা শতরূপ ঘোষ, মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্র এবং পার্টি নেতৃবৃন্দ। এদিন সভাও হয়েছে শ্রীপুরে। মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা মামলার দায়ের করা হয়েছে। তার প্রতিবাদ জানানো হয় সভায়।
মহম্মদ সেলিম বলেন, তৃণমূল এবং বিজেপি একে অন্যের বিরোধী নয়। বরং একে অন্যের পরিপূরক। এরা লুট ছাড়া কিছু বোঝে না। বিভাজন ছড়িয়ে জনতার ঐক্যকে ভেঙে দিতে চায়। দুই শক্তিকেই হারাতে হবে।
Comments :0