SFI COMMEMORATES MARTYR

ঝাড়গ্রামে স্মরণ শহীদ ছাত্রনেতাকে

জেলা

তৃণমূল-মাওবাদী দুষ্কৃতীবাহিনীর গুলিতে নিহত ছাত্রনেতাকে স্মরণ করল এসএফআই। ২০০৯ সালের ১৭ জুন খুন করা হয় অভিজিৎ মাহাতোকে। সে সময় তিনি সংগঠনের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সদস্য। শহীদ ছাত্রনেতাকে স্মরণ করে সোমবার রক্তদান শিবির হয়েছে মানিকপাড়া কমিউনিটি হলে।
সোমবার মানিকপাড়া কমিউনিটি হলে এসএফআই  ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে হয়েছে রক্তদান শিবির। ছিলেন এসএফআই’র রাজ্য সভাপতি দেবাঞ্জন দে। এসএফআই’র ঝাড়গ্রাম জেলা সম্পাদক, সভাপতি সহ তিরিশ জন ছাত্রছাত্রী রক্তদান করেন। শহীদবেদীতে মালা দিয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন দেবাঞ্জন দে। 
রক্তদান শিবিরে ছিলেন শহীদের বাবা, মা, পরিবারের অন্যান্য সদস্যরাও। গণআন্দোলনের নেতবৃন্দ গৌতম মাহাতো,  অর্জুন মাহাতো সহ অন্যান্যরা অংশ নেন। "কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে" গান করে কর্মসূচি সমাপ্ত হয়।

Comments :0

Login to leave a comment