আগামী সাত দিনের মধ্যে একাদশ শ্রেণীর পড়ুয়ারা বই হাতে না পেলে আন্দোলনে উত্তাল হবে গোটা বাংলা।
বৃহস্পতিবার বিদ্যাসাগর ভবনে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব কে কথা স্পষ্ট ভাবে জানিয়ে এলো এসএফআই রাজ্য নেতৃত্ব।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর
ছাপা পাঠ্যবই এখনো হাতে পায়নি লাখো ছাত্রছাত্রীরা।
শিক্ষকদের পরিবর্তিত পাঠক্রমে পড়ানোর ট্রেনিংয়ও অসম্পূর্ণ।
সঙ্কটের মুখে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ পড়ুয়ারা।
সেপ্টেম্বরে সেমিস্টার, এদিকে হাতে নেই বই। ক্লাসও হচ্ছে না পর্যাপ্ত।
এই পরিস্থিতিতে একাদশ শ্রেণির পড়ুয়াদের পাঠ্য বই কোথায়? তা খুঁজতে বিদ্যাসাগর ভবন অভিযানে ডাক দিয়েছিল এসএফআই। এদিন এসএফআই কর্মী সমর্থকরা বিদ্যাসাগর ভবনে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের সাথে দেখা করে স্মারকলিপি জমা করে আসেন।
এরপর নিট এবং নেট পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে প্রধানমন্ত্রী কুশপুত্তুলিকা পড়ান এসএফআই কর্মী সমর্থকরা।
Sfi West Bengal
সাত দিনের মধ্যে পড়ুয়াদের হাতে পৌঁছে দিতে হবে বই হুঁশিয়ারি এসএফআইয়ের
×
Comments :0