Joint Platform of Doctors

দুর্নীতির সাথে যুক্ত মাথাদের ফের কাউন্সিলে ফেরাতে চাইছে সরকার, দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের

রাজ্য

অভয়ার ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁদের আবার ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ উৎপল ব্যানার্জি বলেন, "মেডিক্যাল কাউন্সিলের প্রধান কাজ কোন চিকিৎসক রোগী দেখার অধিকার পাবে তা ঠিক করা এবং রোগীর যদি চিকিৎসকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তা তদন্ত করে দেখবে"। 
প্রেস বিজ্ঞপ্তিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর একাধিক বিষয় সামনে এনেছে। তারা নিদিষ্ট ভাবে জানান মেডিক্যাল কাউন্সিলের বর্তমান রেজিস্ট্রারের নিয়োগ ২০১৯ থেকে অবৈধ। যে রেজিস্ট্রার অবৈধ তার তত্ত্বাবধানে যে কাউন্সিল নির্বাচন হয়েছে তা কী ভাবে বৈধ হয়? অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো তথ্য প্রমান লোপাটে যাঁরা যুক্ত তাঁদের আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে তা তারা মেনে নেবেন না।     
জুনিয়র সিনিয়র সব চিকিৎসকরাই অভয়ার ঘটনাকে প্রাতিষ্ঠানিক হত্যা বলেছিলেন। তাঁদের বক্তব্য সঞ্জয় রায় এই ঘটনা এক ঘটাতে পারে না। চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ সুবর্ণ গোস্বামী বলেন, " রাজ্য মেডিকেল কাউন্সিল দুর্নীতিগ্রস্ত, চোরেদের ও স্বাস্থ্য ক্ষেত্রে সিন্ডিকেট রাজ যারা চালায় তাদের আখড়ায় পরিণত হয়েছে। জাল ভোটের মাদ্ধমে গায়ের জোরে দখল করেছিল দুর্নীতি বাজরা। অভয়া হত্যার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ও রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে যারা থ্রেট কালচার চালায় তাঁরা একই। মানুষের ক্ষোভ প্রশমনের জন্য লোক দেখানো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সেই গুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে। তার জন্যই আমরা সংবাদ মাদ্ধমে আমাদের বক্তব্য জানালাম।"

Comments :0

Login to leave a comment