Tree Bhai Phota

পরিবেশ রক্ষায় গাছকে ফোঁটা

জেলা

বুধবার ছিল ভাইফোঁটা উৎসব। গাছ বাঁচাতে অভিনব পন্থা পরিবেশ প্রেমীদের। ভাইফোঁটা উপলক্ষে অভিনব ভাবে গাছকে ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করলেন চালসার পরিবেশ প্রেমীরা। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই গাছকে ভাইফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলো চালসার পরিবেশপ্রেমীরা।
এদিন সকালে চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার ও সুমন চৌধুরীর নেতৃত্বে একদল ছেলে মেয়ে চালসা সংলগ্ন টিয়াবন এলাকায় যায়। সেখানে বিশাল শাল গাছে ফোটা দিয়ে মিষ্টি নিবেদন করা হয়। 
গাছকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে দলের সদস্যা অরিত্রি ব্যানার্জি জানান, গাছ আমাদের পৃথিবীর সবচেয়ে বন্ধু ও ভাই। উন্নয়ন করতে চারিদিকে গাছ কাটা হচ্ছে। মানুষ তাঁদের সাময়িক সুখের জন্য গাছ কাটছেন। গ্রাম থেকে শহরের বিভিন্ন এলাকায় গাছ কাটার বিরুদ্ধে আইন আদালতে দ্বারস্থ হলেও কিছু স্বার্থান্বেষী মানুষ সে সবের ভয় পান না। আর সাধারণ মানুষও প্রতিবাদ করতে পিছু পা হয়। ক্ষতি হচ্ছে পরিবেশের। তার প্রভাব পড়ছে সর্বত্র। তাই আজ আমরা গাছকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলাম।
 

Comments :0

Login to leave a comment