Islampur

তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের প্ররোচনায় আত্মঘাতী কিশোরী

রাজ্য জেলা

 

তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে প্ররোচনায় এক কিশোরী আত্মঘাতী হয় প্রায় দেড় মাস আগে। ওই ঘটনায় ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা কামরুল হক। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় বুধবার দুপুরে মাদারীপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় ৩১নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য জহুর আলমের ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল গাজালা বেগমের। কিন্তু জহুর আলমের অন্যত্র বিয়ে ঠিক হয়। তারপর গাজালা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু ফোনে পুরনো ভিডিও ভাইরাল করার হুমকি দিতে থাকে লাগাতার ওই যুবক। তারই প্ররোচনায় আত্মঘাতী হয় ওই যুবতী। এমনই অভিযোগ করেন মৃতার পরিবারের সদস্যরা। ওই ঘটনার পর ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে  আহমদ রাজা পলাতক। কিন্তু জহুর দিব্যি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। মৃতার দিদি নিরালা বেগম ক্ষোভের সাথে বলেন, 'পুলিশের কাছে গেলে- পুলিশ বলে কোথায় আছে আমাদের খুঁজে দাও, তারপরে তাকে গ্রেপ্তার করা হবে'। তৃণমূল কংগ্রেস করার কারণে তাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের এসপি না এলে অবরোধ তোলা হবে না বলে তারা হুঁশিয়ারি দেন। এদিন মাদারীপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধে তীব্র যানজট দেখা দেয়। ওই যানজটে আটকে পড়েন রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ ঘোড়ি। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে পুলিশের এক কর্তার আশ্বাসে অবরোধ উঠে যায়।

Comments :0

Login to leave a comment