US Debt Bill

অনুদান ছেঁটে ঋণের সীমা বিল পাশ মার্কিন 'হাউজ'-এ

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস পাশ করেছে ঋণের সীমা বাড়ানোর বিল। সামনের সপ্তাহে পাশ করতে হবে কংগ্রেসের আরেক কক্ষ সেনেটকে। 
নিম্ন আয়ের আমেরিকানদের অনুদান, শিক্ষা ঋণে ছাড়ের মতো জনকল্যাণ খাতে বরাদ্দ ছাঁটতে রাজি হয়েছেন ডেমোক্র্যাট রাষ্ট্রপতি জো বাইডেন। রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাকারথির দর কষাকষিতে সাফল্য দেখছে ডোনাল্ড ট্রাম্পের দল। 
তবে সামরিক খাতে বরাদ্দ কমছে না। ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিলের মেয়াদ। জনকল্যাণ কমিয়ে এক দশকে ১.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত সাশ্রয়, দাবি রিপাবলিকানদের।

Comments :0

Login to leave a comment