উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার ফজলগড় গ্রামে স্ত্রীকে খুন করে মৃতদেহ পুঁতে রাখার অভিযোগে দীনেশ নামে এক সবজি ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির কারণে শুধুমাত্র সন্দেহের বশেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। অপরাধ ধামাচাপা দিতে মৃতদেহ উপর ৩০ কেজি নুন ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে সেখানেই সবজি চাষ করে অভিযুক্ত স্বামী। মাটিতে পুতে দেওয়ার আগে একদিন দেহ বাড়িতেই রেখেছিল। যাতে দেহে দ্রুত পচন ধরে যায়।
এই ঘটনার কয়েকদিন পরে অভিযুক্ত স্থানীয় থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে দীনেশ তার স্ত্রী’র বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। সেই রাগের বশে গত ২৫ জানুয়ারি তিনি তার স্ত্রীকে খুন করে। তারপর দেহ লুকিয়ে রাখে বাড়ির মধ্যে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দীনেশকে আটক করেছে।
তবে দীনেশের বয়ানে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে পুলিশ। এরপর পুলিশি জেরার মুখে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে সঙ্গে নিয়ে ওই মহিলার দেহ উদ্ধার করেছে। জানা গেছে তাদের দুটি সন্তান রয়েছে। একজনের বয়স ৬ আরেক জনের ১২ বছর।
Comments :0