Parliament

আগামী ৭ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন

জাতীয়

আগামী ৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের (Winter Session) শীকালীন অধিবেশন। আসন্ন অধিবেশনে মোট ১৭ কার্যদিবস থাকবে। 
অধিবেশনটি এমন সময়ে শুরু হবে যখন গুজরাট এবং হিমাচল প্রদেশে নির্বাচনী তোরজোর চলবে। আসন্ন অধিবেশনে সরকারের তরফে বেশ কয়েকটি বিলে আগের মতোই আলোচনা ছাড়াই পাস করার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও, বিরোধীরাও প্রস্তুত হচ্ছে বিবিধ বিষয়ে সরকারকে কোনঠাসা করার লক্ষ্যে। 
অধিবেশনের প্রথম দিনে, সদস্যরা সম্ভবত সম্প্রতি প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav ) সেই তালিকায় অন্যতম। 
গত বর্ষা অধিবেশন ১৮ জুলাই শুরু হয় এবং ৮ আগস্ট শেষ হয়। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না কারণ তিনি ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকবেন, জয়রাম রমেশ জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment