শ্যামবাজারে অবস্থানে চালু হলো বিকল্প স্বাস্থ্যকেন্দ্র। আর জি কর হাসাপাতালে নির্যাতিতা নিহত চিকিৎসকের বিচারের দাবিতে চলছে অবস্থান।
এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে চলছে অবস্থান। শুক্রবার ‘নাটক ছেড়ে বিচার কর’ স্লোগান তুলে চলছে নবান্ন অভিযানও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে মিছিলে। সরকার এবং পুলিশের তরফে প্রমাণ লোপাটের প্রতিবাদে সোচ্চার ছাত্র-যুবরা।
শুক্রবারই শ্যামবাজারে বিকল্প স্বাস্থ্যকেন্দ্র চালু হয়েছে পিপলস রিলিফ কমিটির সহযোগিতায়। বিকল্প স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দেখেছেন চিকিৎসক ফুয়াদ হালিম, পুষ্টি বিশেষজ্ঞ শর্মিষ্ঠা ঘোষাল প্রমুখ।
এদিনই অবস্থানে মঞ্চ বাঁধার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশ হেপাজতে নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা এই আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে
SHYAMBAZAR SWASHTHYA KENDRA
শ্যামবাজারের অবস্থানেই চালু বিকল্প স্বাস্থ্যকেন্দ্র
×
Comments :0