রবিবার চিকিৎসক বিশ্বাস সিজিও কমপ্লেক্স থেকে বেরোনর সময় সাংবাদমাধ্যমের কর্মীদের জানান যে ওই দিন, অর্থাৎ ৯ আগস্ট মৃত চিকিৎসকের কাকুর পরিচয় দিয়ে এক ব্যাক্তি তাকে ফোন করে হুমকির সুরে বলেন ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তার এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে এই ঘটনায়।
এর পরপরই জেরা করা হয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ল নির্মল ঘোষকে। কারণ সে নিজেকে মৃতার কাকু বলে পরিচয় দিয়েছিল। এছাড়া ওই দিন দেহ যাতে দ্রুত পুড়িয়ে দেওয়া যায় তার জন্য সক্রিয় ছিলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক।
Comments :0