RG Kar Student Death

ফের সিবিআই দপ্তরে অপূর্ব বিশ্বাস

রাজ্য

তৃতীয় দিন সিজিও কমপ্লেক্সে আর জি কর কাণ্ডে হাজিরা দিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে যান তিনি। ৯ আগস্ট আর জি কর হাসাপাতালে চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য যেই দল গঠন করা হয়েছিল তার অন্যতম সদস্য অপূর্ব বিশ্বাস। এদিন তাকে ছাড়াও মর্গের আরও এক কর্মীকে তলব করেছে সিবিআই।

রবিবার চিকিৎসক বিশ্বাস সিজিও কমপ্লেক্স থেকে বেরোনর সময় সাংবাদমাধ্যমের কর্মীদের জানান যে ওই দিন, অর্থাৎ ৯ আগস্ট মৃত চিকিৎসকের কাকুর পরিচয় দিয়ে এক ব্যাক্তি তাকে ফোন করে হুমকির সুরে বলেন ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তার এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে এই ঘটনায়।

এর পরপরই জেরা করা হয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ল নির্মল ঘোষকে। কারণ সে নিজেকে মৃতার কাকু বলে পরিচয় দিয়েছিল। এছাড়া ওই দিন দেহ যাতে দ্রুত পুড়িয়ে দেওয়া যায় তার জন্য সক্রিয় ছিলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক। 

Comments :0

Login to leave a comment