Maharashtra

৫ ডিসেম্বর মহারাষ্ট্রে শপথ গ্রহন

জাতীয়

মহাইউতির মধ্যে যখন মখ্যমন্ত্রীত্ব নিয়ে লাগাতার টানা পোড়েন চলছে সেই সময় শপথ গ্রহন অনুষ্ঠানের সময় এবং স্থান জানিয়ে দেওয়া হলো মহারাষ্ট্র বিধানসভার সর্ববৃহত দল বিজেপির পক্ষ থেকে। শনিবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ ডিসেম্বর বিকেল পাঁচটায় আজাদ ময়দানের হবে শপথ গ্রহন অনুষ্ঠান। 

সদস্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ। মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২৩২টিতে জয়ী হয়েছে এনডিএ। বিজেপি একা পেয়েছে ১৩২, শিব সেনা ৫৭ এবং এনসিপি ৪১। 

মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ের পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করা হোক, পাল্টা শিবসেনা দাবি করে বিহার মডেলের মতো একনাথকেই মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির কোর্টে বল ঠেলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন একনাথ শিন্ডে। তবে সূত্রের খবর গত মন্ত্রিসভার ফর্মুলা মেনে দুজন উপ-মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে। 

Comments :0

Login to leave a comment