মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আমলে রাজ্যে ৩২টি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। মৃত্যু হয়েছে ১০৭ জনের। আহত অনেকে। শুরুটা হয়েছিল ২০১১ সালের অক্টোবর মাসে। পশ্চিম মেদিনীপুরের কোলাঘাটের একটি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিন জনের। তারপর থেকে কখনও হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বীরভূমে ঘটেছে এই ধরনের ঘটনা।
উল্লেখ্য এই ৩২টি ঘটনার মধ্যে ৬টি ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায়।
২০১৬, বজবজ, মৃত ২।
২০১৯, মহেশতলা, মৃত ২।
২০২১ নোদাখলি, মৃত ৩।
২০২৩ মহেশতলা, মৃত ৩।
২০২৩, বজবজ, মৃত ৩।
২০২৪, ডায়মন্ড হারবার, মৃতের সংখ্যা জানা যায়নি।
২০১১ সাল থেকে ২০২৫ এর মার্চ পর্যন্ত যেই যেই জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার তালিকা –
২০১১ অক্টোবর, কোলাঘাট, মৃত ৩
২০১৩ সেপ্টেম্বর, কালনা, মৃত ২
২০১৩ সেপ্টেম্বর, পাঁশকুড়া, মৃত ৩
২০১৩ অক্টোবর, বেগমপুর হুগলি, মৃত ৪
২০১৪ সেপ্টেম্বর, ময়না, মৃত ৩
২০১৫ মে, পিঙলা, মৃত ১২
২০১৬, নীলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, মৃত ১
২০১৬, তোপশিয়া, আহত ৬
২০১৬ বজবজ, মৃত ২
২০১৭, তেনিনীপাড়া, আহত ২
২০১৭, চম্পাহটি, মৃত ১, আহত ৩
২০১৭, আমডাঙা, মৃত ৫, আহত ১৫
২০১৮, হালিশহর, আহত ৩ মৃত ৩
২০১৮, মগরাহাট, হুগলি, মৃত ৩ আহত ৩
২০১৯, কন্টাই, মৃত ২, আহত ৪
২০১৯ মহেশতলা, মৃত ২
২০১৯, কেশপুর, মৃত ১
২০২০, নৈহাটি, মৃত ৫
২০২১, নোদাখালি, মৃত ৩
২০২৩, মহেশতলা, মৃত ৩
২০২৩, এগরা, মৃত ১১
২০২৩, বজবজ, মৃত ৩
২০২৩ দুবরাজপুর, মৃত জানা যায়নি
২০২৩, দত্তপুকুর, মৃত জানা যায়নি
২০২৩ ইংরেজ বাজার, মৃত ২
২০২৩, বাঙ্গুর, উত্তর ২৪ পরগান, মৃত জানা যায়নি
২০২৪, কোলাঘাট, মৃত জানা যায়নি
২০২৪, উলুবেড়িয়া, মৃত ৭
২০২৪ উলুবেড়িয়া, মৃত ৩
২০২৪ উলুবেড়িয়া, মৃত জানা যায়নি
২০২৪ ডায়মন্ড হারবার, মৃত ২
২০২৫ ফেব্রুয়ারি কল্যাণী, মৃত ৪
Comments :0