উৎসব বাড়ছে, কিন্তু রক্তদাতা বাড়ছে না। গরমের সময়ে রক্তের চাহিদা আরও বেড়ে যায়। বামপন্থীরা, কমিউনিস্টরা, প্রগতিশীল মানুষ রক্তদানের প্রয়াস চালিয়ে এসেছেন। এই উদ্যোগ বজায় রাখা প্রয়োজন।
শনিবার এই মর্মে আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহমদ ভবনে রক্তদান শিবির আয়োজিত হয়। সেলিম নিজেও রক্ত দেন। মোট ১২০ জন রক্ত দিয়েছেন এদিন। সেলিম বলেন, একদল রক্তদান করে। আরেকদল রক্ত পান করে। দাঙ্গা, যুদ্ধ করানো হয়। নজর ঘোরাতে অনেক সরকারও চায় হানাহানি হোক। মণিপুরে আমরা এই রক্তপাত দেখেছি।
সেলিম বলেন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর উদ্যোগেই পার্টির রাজ্য কেন্দ্রে নিয়মিত রক্তদান শিবির চালু হয়েছে। বহুদিন থেকে বামপন্থী ছাত্র-যুব আন্দোলন এই উদ্যোগ নিয়ে আসছে। তিনি বলেন, গরমে রক্তের চাহিদা বাড়ে। তা ছাড়া বোমা বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা তো লেগেই আছে। রক্তপাত, প্রাণহানি হচ্ছে। অপারেশন টেবিলে বা দুর্ঘটনাগ্রস্ত মানুষ রক্তের অপেক্ষায় থাকেন। সন্তানসম্ভবা মাহিলাদের ৭০ শতাংশ রক্তাল্পতায় ভোগেন। পুষ্টি চুরি হয়। আর এই মহিলাদের হয় আয়রন ট্যাবলেট দিতে হয়, নয়তো চিকিৎসকরা বলেন রক্ত দিতে হবে। না হলে প্রসবের ধকল সামলাতে পারবে না। সে কারণে রক্তদানের উদ্যোগ জরুরি।
শনিবার রক্তদান শিবিরে বিমান বসু এবং মহম্মদ সেলিম
Blood donation
বামপন্থীরা জারি রাখেন রক্তদানের প্রয়াস: সেলিম
×
Comments :0