Sandeshkhali

সন্দেখালির তদন্ত করবে সিবিআই : সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

সন্দেশখালির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। রাজ্যের আবেদনকে খারিজ করে সোমবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে জমি, ভেড়ি দখল শ্লীলতাহানির যেই সব অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছেন তার ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শাহজাহানকে বাঁচাতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সেখানে ফের মুখ পুড়েছে তাদের।

এদিন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। শীর্ষ আদালতের পক্ষে প্রশ্ন করা হয় যে কি কারণে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআি তদন্তের হাত থেকে রক্ষা করতে এতোটা তৎপর রাজ্য সরকার। 

রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়ি তল্লাসি করতে গেলে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল তৃণমূলের এই নেতা। প্রথমে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরবর্তীকালে তাকে হেপাজতে নেয় সিবিআই। 

Comments :0

Login to leave a comment