chit fund scam

চিটফান্ড মামলায় হাওড়ায় ইডি’র তল্লাশি

রাজ্য জেলা

chit fund scam


চিটফান্ড মামলায় হাওড়ায় বুধবার তল্লাশি চালালো ইডি আধিকারিকরা। বুধবার সকালে হাওড়ার জগাছার মনসাতলায় চিটফান্ড কোম্পানি টাওয়ার গ্ৰুপের মালিক রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। ইতিমধ্যে বেশ কয়েক বছর আগে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করছেন রামেন্দু চট্টোপাধ্যায়। একটা সময়ে টাওয়ার গোষ্ঠীর একাধিক রমরমা ব্যডবসা ছিল। তাদের মালিকানাধীনে ছিল দৈনিক সংবাদপত্রও। এছাড়াও টাওয়ার গোষ্ঠীর পরিচালনায় বাংলা সিনেমাও তৈরি হয়েছে। 


এদিন সকালে ইডি আধিকারিকদের দেখে চাঞ্চল্যি ছড়িয়ে পড়ে মনসাতলা এলাকায়। এর আগেও বহুবার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান জগাছা অঞ্চলের বহু মানুষ এই চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন। অনেকে টাকা ফিরত পাবেন না ভেবে মারা গেছেন। ই ডি সূত্রে জানা গেছে রামেন্দু চট্টোপাধ্যায়ের পরিবারের অনান্য সদস্যদের ব্যা ঙ্কের সঙ্গে সমস্ত লেনদেনের কাগজপত্র দেখতেই এই তল্লাশি।

Comments :0

Login to leave a comment