রণদীপ মিত্র
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ছিন্নভিন্ন হয়েছে এক যুবকের দেহ। এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হয় এই বিস্ফোরণ। ঘটনা চাউর হতেই চরম উত্তেজনা ছড়ায় গ্রামে। গ্রামবাসীরা সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে মৃত যুবকের ছিন্নভিন্ন দেহ দেখে ক্ষোভে ফেটে পড়ে। ক্ষোভ আছড়ে পড়ে সিভিক ভলান্টিয়ারের উপর। ক্ষুব্ধ গ্রামবাসী ভাঙচূর করে তছনছ করে দেয় সময় সিভিকের বাড়ি।
প্রাণ বাঁচাতে দরজা আটকে লুকিয়ে ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। ফোন করেন পুলিশকে। পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয়।
রবিবার দুপরে হওয়া এই ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমের সাঁইথিয়া থানার বিলসা গ্রামে। মৃতের নাম বিপদতারণ বাগদী (৩৬)। ওই গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য গ্যাস বেলুনের ব্যবসাও করেন। মেলায় মেলায় লোককে দিয়ে গ্যাস বেলুন বিক্রি করান। তাঁরই রয়েছে গ্যাস বেলুনের সিলিন্ডার। এদিন দুপুর দেড়টা নাগাদ ওই সিভিক বিপদতারণ বাগদীকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে আসে। তাঁকে দিয়ে গ্যাস ভরানোর কাজ করাচ্ছিল ওই সিভিক, অভিযোগ তেমনই। সেই সময় আচমকা গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় যুবকের দেহ। গ্রামবাসীরা। তাঁরা ছুটে গিয়ে দেখেন এই কান্ড। সমস্ত ক্ষোভ আছড়ে পড়ে সিভিকের উপর। সিভিকের বাড়িতে দেদারে ভাঙচুর চলে। বিক্ষোভ চলছে।
Comments :0