উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া অঞ্চলের গেন্দাগছ গোয়াবাড়ি এলাকায় বাড়ি শহীদ মনসুর আলমের। ওই এলাকায় এই লোকসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ভাল ফল করবেন বলেই আশাবাদী প্রতিবেশী বিদ্যুৎ তরফদার। মনসুর আলমের কাকা জাকির হোসেন বলেন, ‘‘মনসুরকে যখন মারছিল তখন সেখানে আমিও ছিলাম। দুষ্কৃতীদের অনেকের হাতে পায়ে ধরেছিলাম তবুও ওরা শোনেনি কথা। মেরে ভাইপোকে লাশ বানিয়ে দিয়েছে। আবার ভোট এসেছে, বিচারের দাবিতে রাস্তায় বেরালে এখনও তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের গুন্ডাবাহিনী হুমকি দিচ্ছে। এমনকী বিধায়কের হুমকির ভয়ে পুলিশ আজও তদন্তে বাড়িতে আসেনি’’। তিনি আরও বলেন, পুলিশকে অনেক অনুরোধ করেছি, কিন্তু পুলিশও নিরুপায়। মাঝখানে শুনলাম মনসুরের খুনের অভিযুক্ত ফারুক অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, আবার শুনলাম ১০/১২দিনের মধ্যে ছাড়াও পেয়ে গেছে। অপর এক অভিযুক্ত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তাজিমুল ওরফে জেসিবিকেও পুলিশ ধরেছিল।পরবর্তীকালে সেও ছাড়া পেয়েছে। নিরাপত্তাহীনতায় দিন কাটছে শহীদ মনসুরের পরিবারের। মনসুরের দাদুর অভিযোগ,বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গেলে এখনও বিধায়ক হামিদুলের লোকজন হুমকি দিচ্ছে। ‘ইন্ডিয়া’ জোট ভোটে জয়ী হোক এই দাবি করে তিনি বলেন, শহীদ মনসুর আলমের হত্যার সুবিচার চাই। অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আর যেন কেউ মনসুর না হয়। পরিবারের দাবি, অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক। তবে হুমকির মাঝেও তাঁরা এখনও বিচারের আশায় দিন গুনছেন। কবে বিচার পাবেন খুনিদের কবে শাস্তি হবে সে অবশ্য সময়ই বলবে।
Comrade Mansoor Alam
নিরাপত্তাহীনতায় দিন কাটছে শহীদ মনসুরের পরিবারের
×
Comments :0