RAJMAHAL BRINDA KARAT

রাজমহলে ১ হাজার গ্রামসভা করছে সিপিআই(এম)

জাতীয়

সোমবার গ্রামসভায় বক্তব্য রাখছেন বৃন্দা কারাত।

ঝাড়খণ্ডের রাজমহল কেন্দ্রের প্রচারে ১ হাজার গ্রাম সভার লক্ষ্য নিয়ে চলছে সিপিআই(এম)। সোমবার প্রার্থী গোপেন সোরেনের পক্ষে প্রচার চালালেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। আদিবাসী সংরক্ষিত এই কেন্দ্রে ভোট ১ জুন।
এই কেন্দ্রে বিজেপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী রয়েছে। ১ জুন ভোট হবে ঝাড়খন্ডের দুমকা এবং গোড্ডা কেন্দ্রেও। 
কারাত এদিন প্রচার সভায় বলেছেন, ‘‘খনিজে সমৃদ্ধ ঝাড়খন্ডে কোম্পানি রাজ রুখতে হবে। এই এলাকার দখল নিতে তৎপর আদানি গোষ্ঠী। কেন্দ্রের পূর্ণ মদত রয়েছে। ঝাড়খন্ড মুক্তি মোর্চার সাংসদ বা পাশের কেন্দ্রের বিজেপি সংসদরা আদিবাসী জনতার কথা ভাবছেন না। বহু মানুষকে উচ্ছেদ হতে হচ্ছে।’’
এদিন রাজমহলের তালিঝরি গ্রামে প্রচার সভায় বক্তব্য রাখেন বৃন্দা কারাত। স্থানীয় আদিবাসী নেতা মনোজ হেমব্রম উচ্ছেদের বিরোধিতা করে জেলে ছিলেন। তিনি সম্প্রতি ছাড়া পেয়েছেন। এদিন কারাতের সঙ্গে দেখা করেন হেমব্রম। সিপিআই(এম)’র পক্ষে প্রচারে নামার সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। 
কারাত এদিন সভা করেছেন পাহাড়পুর, বুয়ারিজোড়, পৃথ্বীনগর গ্রামেও। সিপিআই(এম) ঝাড়খন্ড রাজ্য সম্পাদক প্রকাশ বিপ্লবী সহ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।

Comments :0

Login to leave a comment