যেই নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে গাড়ি পরিষ্কার, নির্মান কাজ সহ অন্যান্য কোন কাজে পানীয় জল ব্যবহার করা যাবে না। এমনকি শপিং মল গুলোতেও পানীয় জল অন্য কাজে ব্যবহার করা যাবে না। যদি কেউ সেই কাজ করে তবে তার বিরুদ্ধে পাঁচ হাজার টাকার জরিমানা করা হবে। পরবর্তী সময় যদি সেই কাজ আবার ওই একই ব্যাক্তি করেন তবে সেই ক্ষেত্রে আরও বাড়তি ৫০০ টাকা জরিমানা তাকে দিতে হবে।
গড়ে প্রতিদিন প্রায় ১৫০০ মিলিয়ন লিটার জলের ঘাটতি দেখা দিচ্ছে বেঙ্গালুরুতে। এছাড়া তুমাকুরু, উত্তরা কার্নাড সহ একাধিক জেলায় এই জলসঙ্কট দেখা দিয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য। ইতিমধ্যে হেল্পলাইন নম্বর চালু করেছে কর্ণাটক সরকার, সেখানে যোগাযোগ করা হলে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
Comments :0