Sheikh Hasina

হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ট্রাইবুনালের রায়ের প্রতিবাদ আওয়ামি লিগের

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর আদালত অবমাননার একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছয় মাসের বিনাশ্রমের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এদিন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছেন।
গত বছর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। গণ-অভ্যুত্থানের জেরে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার সাথে চলে আসেন তার বোন শেখ রেহানা। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন মহম্মদ ইউনুস। হাসিনা এবং তার সরকার ও দলের একাধিক নেতা মন্ত্রীর হিসাবে দায়ের হয় মামলা। বর্তমানে অনেকে জেলে রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা চলছে।
আওয়ামি লিগ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসাপরায়ণ এই রায়। বিবৃতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল বলেছে যে অবৈধ ইউনুস সরকার কর্তৃক গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিথ্যা, ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা দায়ের করে প্রহসনের বিচার চালিয়ে যাচ্ছে।

Comments :0

Login to leave a comment