রিক্সা চালককে হেনস্থার অভিযোগ বিহারের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ প্রদ্যুম্ন কুমার নামে একজন রিক্সা চালক যাত্রী নিয়ে যাচ্ছিলেন সেই সময় তার পথ আটকায় মেহুস থানার ওসি পবীন চন্দ্র দিওয়ারকার। সাধারণ পোশাকে থাকায় পুলিশ আধিকারককে চিনতে না পেরে তার সাথে বচসা করেন রিক্সা চালক। বচসা শুরু হওয়ার পর ওই আধিকারিক রিক্সা চালককে মারধর করেন লাঠি দিয়ে। তারপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও চলতে থাকে অত্যাচার।
ওই চালক জানিয়েছেন থানায় তার জাত জানতে চাওয়া হয়। তিনি সেই কথা জানানোর পর তার ওপর বাড়ে অত্যাচারের মাত্রা। তার তাকে দিয়ে নিজেরে থুতু চাটায় ওই আধিকারিক। বর্তমানে আহত রিক্সা চালক হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসার জন্য। তার অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত আধিকারিককে। শুরু হয়েছে তদন্ত। তবে অভিযুক্তের দাবি তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেছেন রিক্সা চালক রাস্তায় মহিলাদের সাথে অভব্য আচরণ করছিলেন, তাই তিনি পদক্ষেপ নিয়েছেন।
Bihar
রিক্সা চালককে দিয়ে নিজের থুতু চাটানোর অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

×
Comments :0