Tamanna Khatun

পুলিশ কিছু করবে না বলেই হাইকোর্টে তমন্নার পরিবার, বললেন সুজন চক্রবর্তী

রাজ্য

তমন্না হত্যায় শাস্তি সহ একাধিক দাবিতে মিছিল বাদুড়িয়ার কাটিয়াহাটে।

পলাশীতে খুন হয়ে গল তমন্না। পরিবার এবং প্রতিবেশীরা সঙ্গত কারণেই হাইকোর্টে গিয়েছেন। সিবিআই তদন্ত চেয়েছেন। তৃণমূলের বিধায়ক টাকা নিয়ে হাজির হয়েছিল লাশ কিনতে। মুখ্যমন্ত্রী কোনও কথা বলেননি। (দেখুন ভিডিও)
গত ২১ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফল গণনার দিন, পলাশীর মোলান্দিতে তৃণমূলের বোমায় নিহত কিশোরী তমন্না খাতুন। বৃহস্পতিবার হাইকোর্টে মামলা দায়ের করেছে পরিবার। যে ২৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে ১৫ জন অধরা। অভিযুক্ত প্রত্যেককে গ্রেপ্তারির আবেদন জানিয়েছে পরিবার। পুলিশের তদন্ত অপরাধীদের শাস্তি হবে না, বলেছে পরিবার। 
এদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। তমন্নার মা হাইকোর্ট চত্বরে বলেছেন যে অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে। 
তমন্না খুনে অপরাধীদের শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মিছিল। এদিনই বাদুরিয়ায় হয়েছে মিছিল। এই প্রতিবাদে জুড়ে গিয়েছে কসবা ল কলেজে ধর্ষণের অপরাধীদের শাস্তির দাবি। সেই সঙ্গে ৯ জুলাইয়ের ধর্মঘটকে সমর্থনের আহ্বান জানানো হয়েছে সিপিআই(এম)’র মিছিলে।
খাদ্য আন্দোলনের শহীদ আলি হাফেজের মাটি বাদুড়িয়া। তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা সিপিআই(এম) বাদুড়িয়া-৩ এরিয়া কমিটির আহ্বানে বৃষ্টিস্নাত বিকেলে কৃষক খেতমজুর শ্রমিকের স্বার্থে কাটিয়াহাটের রাজপথ মুখরিত হলো স্লোগানে স্লোগানে। মিছিল কাটিয়াহাট পুলিশ ফাঁড়ি, শায়েস্তানগর রোডে গরুরহাট,কাটিয়াহাট বসিরহাট রোড,পূড়া রোড সহ বিভিন্ন এলাকা মিছিল পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ ওঠে, ‘শ্রমকোড বাতিল করো, জিনিসপত্রের দাম কমাও’, ‘ধর্মীয় মৌলবাদ নিপাত যাক, স্মার্ট মিটার বাতিল কর’। ‘কেন তামান্নাকে খুন করা হলো মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও’। 
সংক্ষিপ্ত সভাও হয়। সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক মুসির আহমেদ। বক্তব্য রাখেন,সিপিআই(এম) নেতা রাজু আহমেদ,ক্ষিতিশ মণ্ডল,রবীন্দ্রনাথ মণ্ডল।
প্রতিবাদকে সমর্থন জানিয়ে সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের বিধায়ক টাকা নিয়ে পরিবারের কাছে গিয়েছে লাশ কিনতে। মুখ্যমন্ত্রী নীরব। আর উপনির্বাচনে তৃণমূল বিধায়ক জয়ী হয়েছেন লাশের ওপর দিয়ে। আজ পর্যন্ত তমন্নার বাড়ি যাওয়ার সাহস হয়নি। তাঁর উচিত ছিল পদত্যাগ করা। এভাবেই তৃণমূল চলে। পুলিশ কিছু করবে না বলেই সিবিআই দাবি করেছে পরিবার।’’

Comments :0

Login to leave a comment