Bangladesh Rape

ধর্ষণ মহামারীর মতো বাড়ছে বাংলাদেশে, বলছেন মহিলা উপদেষ্টাই

আন্তর্জাতিক

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে বাংলাদেশে।

মীর আফরোজ জামান: ঢাকা

কেবল ৯ দিনে ২৪ জন নারী ও শিশু ধর্ষণের শিকার। নারী ও শিশু মন্ত্রকে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ। এই অবস্থায় বাংলাদেশে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মহামারীর মতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরসিদ। তিনি বলেছেন, ধর্ষণের ঘটনা প্রতিদিনই বাড়ছে। 
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শারমিন এস মুরসিদ। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, ‘‘দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এটা চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্নোগ্রাফি। এগুলো বন্ধে নতুন আইন করার চিন্তা আছে সরকারের।’’ 
এদিনই বাংলাদেশের মুরাদনগরে নারী ধর্ষণ, অপরাধের ভিডিও ছড়ানোয় শাস্তির দাবি সহ সারা দেশে নারী ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারী সেল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায়।
এদিকে মন্ত্রকের উপদেষ্টা সচিবালয়ে জানান, ২০ থেকে ২৯ জুনের তথ্য অনুযায়ী ২৪ জন ধর্ষণের শিকার। একজন ষাট বছরের বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছে। শারমিন এস মুরশিদ বলেন, ‘‘এমন অবস্থা যে, আমি এখন এই অপরাধীদের মৃত্যুদণ্ডের পক্ষে। যদিও আমি মানবাধিকার কর্মী।’’
দেশের মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘‘মাদ্রাসাগুলো চোখের আড়ালে থাকে। তথ্য পাই না। সেখানে অনেক শিশুরা নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে তাদের বিকাশ হচ্ছে না।’’ 
উপদেষ্টা বলেন, ‘‘এসব বন্ধে স্কুল-মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে। তাদের জবাবদিহি করতে হবে, এটা আমার দাবি।’’
নারী ও শিশু মন্ত্রকে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে জানান তিনি। তিনি জানান যে কুমিল্লার মুরাদনগরে  ধর্ষণের ঘটনায় ‘কুইক রেসপন্স টিম’ কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘‘এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’’
প্রধান উপদেষ্টা পদে মহম্মদ ইউনুসকে রেখে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে নারী নির্যাতনের একের পর এক ঘটনা সামনে এসেছে। গত কয়েকমাস ধরে নারী নির্যাতন, দলবেঁধে মারের মতো অন্যায়ের প্রতিবাদে একের পর এক প্রতিবাদ হয়েছে বাংলাদেশে। বামপন্থীরা ধারাবাহিক প্রতিবাদে শামিল রয়েছে। 
এদিন প্রেস ক্লাবের সামনে (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মহম্মদ শাহ আলম  সহ নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তার। বক্তারা বলেন, সরকারের যথাযথ উদ্যোগের ঘাটতির কারণে এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। জুলাইয়ে নারীরা রাস্তায় না নামলে স্বৈরাচার হটানো সম্ভব হতো না। অথচ আজকে সেই নারীরা সারাদেশে নির্মম নীপিড়নের শিকার।  অবিলম্বে সরকারকে প্রতিটি ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Comments :0

Login to leave a comment