TEESTA JALPAIGURI RAIN

সিকিমে ধস, বাড়ছে তিস্তার জল, চিন্তায় জলপাইগুড়ি

জেলা

গজলডোবা থেকে বাড়ছে জল ছাড়ার পরিমাণ। ছবি: দীপশুভ্র সান্যাল

রাতে টানা বৃষ্টির হয়েছে জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বিকেলেও আকাশে ঘন মেঘ। হতে পারে ফের বৃষ্টি। জলস্তর বাড়ছে তিস্তার। বাড়ছে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও।  
বুধবার রাত দশটা থেকে টানা বৃষ্টি হয় জলপাইগুড়ি শহরে। এর মধ্যে অবিরাম বৃষ্টিতে সিকিমে নেমেছে ধস। সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরেই তিস্তায় জলস্তর বৃদ্ধি পেয়েছে। 
সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম জানাচ্ছে, বৃহস্পতিবার ভোর ৬টায় তিস্তা ব্যারেজে গজলডোবা থেকে জল ছাড়া হয়েছিল ১৬০০ কিউমেক। সকাল ৯টা পর্যন্ত ২৪০০ কিউমেক জল ছাড়া হয়েছে। বেলা ১২টায় সেই ছড়া হয় ৩০০০ কিউমেক জল। ফলে তিস্তার জলস্তর বাড়ছে। 
তবে তিস্তার ধারের বসতের নিচু এলাকার কিছু বাড়িতে জল ঢুকেছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তা পারের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। 
আবহাওয়া দপ্তর জলপাইগুড়ির জন্য হলুদ সতর্কতা জারি করে জানিয়েছে যে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বাড়ছে তিস্তার জলের স্তরও। 

Comments :0

Login to leave a comment