Electrocution Death

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু পান্ডুয়ায়

জেলা

Electrocution Death

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু। পান্ডুয়ায় এগারো হাজার ভোল্টের লাইনে কাজ চলছিল মঙ্গলবার। সেই সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। পুলিশ জানিয়েছে মৃতের নাম লক্ষণ মুরমু। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। মগরার দিগসুই এলাকার বাসিন্দা।


জানা গেছে এদিন পান্ডুয়ার বৈঁচি বোরাগরি এলাকার মাঠে বিদ্যুৎ এর খুঁটি বদল করার কাজ করছিল ঠিকা শ্রমিকরা। সেসময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয় কয়েকজন। আহতদের পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। দুজন চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ এবং এসিডিসিএলের আধিকারীকরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা,কালিপদ হেমব্রম, আরতি হাঁসদা। তাদের বক্তব্য কাঠের খুঁটি বদলে সিমেন্টের খুঁটি বসানোর কাজ করছিলেন ছয়জন ঠিকা শ্রমিক। সেই সময় কাঠের খুঁটিতে বাধা কেবল ছিঁরে এগারো হাজার ভল্টের তারে জরিয়ে যায়। বিদ্যুৎ এর খু্ঁটিতে কাজ করছিল তখন তিনজন। তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি আমরা। পুলিশ এলে মৃতেদেহ তুলেতে গেলে আমরা জানাই আগে মৃতের পরিবার আসুক। কয়েক ঘন্টা আটকে থাকার পর পুলিশ মৃতদেহ নিয়ে যায়।
 

Comments :0

Login to leave a comment