HS Exam New Format

বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা

রাজ্য

উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম

বছরে দুবার হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের এই সিদ্ধান্ত ছাড়পত্র পেয়েছে রাজ্য সরকারের। 

উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে যেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো এবার উচ্চমাধ্যমিকেও সেমিস্টার ভিত্তিতে হবে।

সংসদ সূত্রে খবর আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ সাল থেকেই একটির বদলে বছরে দুটি পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। সেই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলের কথা জানিয়েছে উচ্চশিক্ষা সংসদ। উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির ভিত্তিতেই এই সেমিস্টার সিস্টেম চালু করা হচ্ছে।

সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় ৬ মাস অন্তর পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। নতুন শিক্ষাবর্ষে সিলেবাসেও আসছে পরিবর্তন। 

তবে প্রথমে দ্বাদশ শ্রেণির জন্য সেমিস্টার প্রথা চালু হলেও পরে একাদশ শ্রেণির জন্য একই ব্যবস্থা হবে বলে জানায় উচ্চ শিক্ষা সংসদ। আর তা নিয়েই কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ আগামী শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার প্রথা চালু হওয়া মানে বর্তমানে যারা একাদশ শ্রেণীতে পড়ছে তারাই হবে এই নতুন নিয়মের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম ব্যাচ।

এক্ষেত্রে শিক্ষক মহলের একাংশের দাবি একাদশ শ্রেণির পুরনো সিলেবাসে পড়ার পর দ্বাদশ শ্রেণিতে নতুন সিলেবাস পড়তে গিয়ে পড়ুয়াদের সমস্যা তৈরি হবে। 

এর পাশাপাশি উচ্চ শিক্ষা সংসদ জানিয়েছে, সর্বভারতীয় চাকরির পরীক্ষা দিতে গিয়ে বাংলার ছেলেমেয়েদের যাতে অসুবিধা না হয় তাই সেমিস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিক পরীক্ষা তারা ওএম‌আর শিটে নেওয়ার কথা ভাবছে। কিন্তু গোটা বিষয়টি বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছু প্রাথমিক অসুবিধা আছে। ওএমআর শিটে পরীক্ষা দেওয়া অভিজ্ঞতা পড়ুয়াদের নেই। বর্তমান সিলেবাসে মালটিপেল চয়েস প্রশ্নে পরীক্ষা দিলেও ওএমআর শিটে পরীক্ষা দেয়না পড়ুয়ারা। 

 

Comments :0

Login to leave a comment