Mamata

‘ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি’ : পোস্টারে ছয়লাপ কলকাতা

রাজ্য

‘ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি’ মুখ্যমন্ত্রী ছবি সমেত কলকাতার বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই হোর্ডিং। তলায় ‘সৌজন্যে’ একগুচ্ছ নাম লেখা রয়েছে। তারা যে তৃণমূলের সমর্থক, কর্মী সেই বিষয় কোন সন্দেহ নেই। যদিও দলের বক্তব্য তারা এই বিষয় কিছু জানে না। রিপন স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিট, বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলের সামনে চোখে পড়ছে এই হোর্ডিং। 

তৃণমূল মুখপাত্র কলকাতা পৌরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এই ধরনের কোন হোর্ডিং দলের পক্ষ থেকে করা হনি। কোথায় দেখা গিয়েছে তা জানি না। কয়েকজন উৎসাহ নিয়ে করে থাকতে পারে এর সাথে দলের কোন সম্পর্ক নেই।’’ তিনি আরও বলেন, ‘‘মমতাদিকে নিয়ে একটা আবেগ আছে সেই দিক থেকে এটা করা হয়ে থাকতে পারে। অনেকে চায় তিনি দেশকে নেতৃত্ব দিক। বাঙালী প্রধানমন্ত্রী তো এই দেশ কখনও পায়নি।’’

উল্লেখ্য ‘ইন্ডিয়া’ বলতে এখানে দেশকে বোঝানো হয়েছে নাকি বিরোধী মঞ্চ তা স্পষ্ট নয়। ইন্ডিয়া মঞ্চ তৈরি হওয়ার সময় থেকেই এই বোঝাপড়াকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল তৃণমূল। কোন আলোচনা ছাড়াই হঠাৎ করে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করেন মমতা ব্যানার্জি যদিও তা গৃহীত হয়নি। ওয়াকিবল মহলের মতে বিরোধী মঞ্চে ফাটল ধরাতেই খাড়গের নাম প্রস্তাব করার কৌশল নেন মমতা। তারপরই জোট ছাড়েন নীতিশ কুমার। 

লোকসভা ভোটের পর বিরোধীদের বৈঠকে অভিষেক ব্যানার্জি যোগদান করলেও বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে কংগ্রেস এবং বামপন্থীদের বাদ দিয়ে অন্যান্য শরিকদের সাথে আলাদা করে বৈঠক করতে। 

লোকসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বলেছিলেন যে তিনি ভোটের পর ভাববেন ইন্ডিয়া নিয়ে। আর ঠিক নির্বাচনের ফলাফলের পরপরই কলকাতায় দেখা যাচ্ছে এই হোর্ডিং। 

Comments :0

Login to leave a comment