সেখানে বলা হয়েছে ওই বাড়ি বানানো ক্ষেত্রে যেই সব সিমেন্ট, বালি ব্যবহার করা হয়েছিল তা ছিল অত্যন্ত নিম্নমানের। রিপোর্টে আরও বলা হয়েছে পৌরসভার কোন আইন না মেনেই বাড়িটি তৈরি করা হচ্ছিল। প্রথম দিন থেকেই এই প্রশ্নই উঠে আসছে। কলকাতা পৌরসভার ঙেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় পৌরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কি ভাবে মাথা চাড়া দিচ্ছিল ওই বাড়ি। পৌর আধিকারিকরা প্রথমেই কেন কাজে বাধা দিল না?
গত ১৭ মার্চ ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘিঞ্জি এলাকা, রাস্তা তিন ফুটের। তবুও সেখানে বহুতলের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বছর দুয়েক আগে থেকে তৈরি হচ্ছিল এই বিল্ডিং। বেআইনি বহুতলে নির্মানের বিষয়ে মেয়র কি কিছুই জানতেন না, প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষের একাংশ। তাদের দাবি, অবৈধ ভাবে আরও অনের বহুতল সেই এলাকায় নির্মাণ করা হয়েছে বিগত কয়েক বছর।
Comments :0