Junior Doctor protest

বৈঠকে বসতে চেয়ে নবান্নে মেইল জুনিয়ার ডাক্তারদের

রাজ্য

ফের বৈঠকের দাবি জানিয়ে মুখ্যসচিবকে মেইল করলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। এদিন মুখ্যসচিবকে মেইল করে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাসপাতালে নিরাপত্তার জন্য যেই টাস্কফোর্স গঠনের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই টিমের সদস্যদের সাথে বৈঠকে বসতে চান তারা। নিরাপত্তার পাশাপাশি থ্রেটকালচার নিয়েও তারা বৈঠক করতে চায় সরকারের সাথে। 
সোমবার মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়ার ডাক্তাররা বৈঠক করলেও তারা কর্মবিরতি এখনও তুলে নেননি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের সব দাবি মানা হচ্ছে ততক্ষন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের চাপে কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা বদল করলেও স্বাস্থ্য সচিবকে অপসারন করেনি সরকার।
তবে এদিন মুখ্যসচিবকে যেই মেইল পাঠানো হয়েছে তার কোন উত্তর নবান্নের পক্ষ থেকে আসেনি বলে জানা গিয়েছে।
অন্যদিকে বিনীত গোয়েলের পদন্নোতি হয়েছে এই দাবি জানিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীতকে সড়িয়ে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ পদে।

Comments :0

Login to leave a comment