Kanchanjungha

মধ্যরাতে যাত্রী নিয়ে ফিরলো কাঞ্চনজঙ্ঘা

রাজ্য

ফাইল চিত্র

সোমবার রাত ৩:১৫ মিনিট নাগাদ শিয়ালদহে ঢুকলো দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেন থাকা যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। যাত্রীরা যাতে নিরবিঘ্নে নিজেদের বাড়ি পৌঁছে যেতে পারে তার জন্য পর্যাপ্ত বাস রাখা হয়েছিল। রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। 

নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেনটি। পিছন থেকে মালগাড়ি ধাক্কা মাড়ায় ক্ষতিগ্রস্থ হয় একাধিক কামড়া। ১৫ জন মানুষ প্রাণ হারান। ৫৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। 

সোমবার দুর্ঘটনার বেশ কিছুক্ষন পর অক্ষত অংশটুকু নিয়ে যাত্রা শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 

Comments :0

Login to leave a comment