Kharagpur IIT

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটির হোস্টেলে

রাজ্য

খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো হস্টেলের ঘর থেকে। সোমবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত ছাত্রীর নাম দেবীকা পিল্লাই। তদন্তকারি আধিকারিকরা জানিয়েছেন যে হোস্টেলের বাকি সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে থানায় খবর দেন তারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। কোন চিঠিও ঘর থেকে উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।

আইআইটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ওই ছাত্রী বায়োটেক্নোলজির তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এই ঘটনার তদন্তে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশাসনকে সম্পূর্ন ভাবে সহযোগীতা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে দেবীকা পিল্লাই অত্যন্ত একজন মেধাবী ছাত্রী ছিলেন এর পাশাপাশি সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী হোস্টেলের সামাজিক এবং সাংস্কৃতিক সাধারণ সম্পাদক ছিলেন।  

Comments :0

Login to leave a comment