হকার উচ্ছেদ করতে গিয়ে তৃণমূল নেতার মারের মুখে পড়তে হলো কলকাতা পৌরসভার আধিকারিককে। বুধবার ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে। এদিন পৌরসভার হকার উচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী বেহালায় অভিযান চালানো হয়। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা পৌর আধিকারিকদের সেই কাজে বাধা দেয়। শুধু কাজে বাধাই নয়, মারধরও করেন। একজন আধিকারিক আহত হয়েছেন। তার চশমা ভেঙে গিয়েছে।
খবর পেয়ে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলিপুর আদালতে পেশ করা হলে তাকে জেল হেপাজত দেওয়া হয়েছে।
Behala
বেহালায় তৃণমূলের হাতে আক্রান্ত পৌরসভার আধিকারিক
×
Comments :0