নেপাল সরকার থেকে সমর্থন তোলার সিদ্ধান্ত নিল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট)(CPN-UML). সোমবার পার্টির সদস্যরা উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। কাঠমান্ডু পোস্ট নামে সে দেশের এক সংবাদ পত্রের দাবি। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই পুষ্প কমল দাহাল বা প্রচন্ডর সঙ্গে মত পার্থক্যের জেরেই সমর্থন তোলার সিদ্ধান্ত নিল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল।
কমিউনিস্ট পার্টি অফ নেপালের (ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট) মুখপাত্র বিষ্ণু পৌডেল জানিয়েছেন মাওবাদী নেতা প্রচন্ড রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থিকে নির্বাচন করেছে তাকে সমর্থন করছে না সিপিএন। নেপালের মাওবাদী নেতা সে দেশের কংগ্রেস নেতা রাম চন্দ্র পৌডেলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। নেপাল কংগ্রেসের সঙ্গে নৈতিকদ্বন্দ্ব থাকায় সিপিএন নেপাল সরকার থেকে সমর্থন তোলার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে অলি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সুভাষ নেমবাঙ্গকে সমর্থন করেছে। আগামী ৯ মার্চ নেপালে রাষ্ট্রপতি নির্বাচন।
Comments :0