রাজ্যের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রি নিষিদ্ধ করলো মধ্যপ্রদেশ সরকার। বিজ্ঞপ্তি দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর, মন্ডলেশ্বর, ওরছা, মাইহার, চিত্রকূট, দাতিয়া, পান্না, মন্ডলা, মুলতাই, মন্দসৌর এবং অমরকন্টকের সমগ্র শহুরে সীমা এবং সালকানপুর, বরখমানপুর, বরখমানপুর, বান্দরকান্দলানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সব মদের দোকান ও বার বন্ধ করে দেওয়া হবে।
সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহ যাদব। তার কথায় এর ফলে মানুষকে মদের নেশা থেকে দুরে রাখা যাবে। উল্লেখ্য বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্যের রাজ্য সরকারের কিছু সিদ্ধান্ত এবং ব্যার্থতার জন্য যুব সমাজ এক সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছে। তারা কাজ পাচ্ছে না, অনৈতিক কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছেন। নেশায় আকৃষ্ট হচ্ছে। তাদের কাজের দীশা না দেখিয়ে, কর্মসংস্থা তৈরি না করে ধর্মীয় রাজনীতিতে ব্যস্ত বিজেপি।
রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ১৯টি স্থান ধর্মীয় স্থান। ওই এলাকার পবিত্রতা বজায় রাখতে সরকারের এই সিদ্ধান্ত। উল্লেখ্য গত জানুয়ারি মাসেই এই ১৯টি জায়গায় মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার থেকে তা কার্যকর করা হলো।
Comments :0