Madhyamik Examinee

পরীক্ষা কেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ

জেলা

Madhyamik Examinee


আবারও মানবিক পুলিশ। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থীকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলো দেগঙ্গা থানার পুলিশ। অসুস্থ পরীক্ষার্থীর নাম আলমগীর হাসান(১৫) দেগঙ্গার অম্বিকানগরের বাসিন্দা। আলমগীর বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার সেন্টার পড়েছিল বেড়াচাঁপা বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষা শুরু আলমগীরের হাতে প্রশ্নপত্র পৌঁছায়  আর তখনই তার সারা শরীরে কাঁপুনি দিতে শুরু করে। এমনকি খিচুনি হয় ওই ছাত্রের। 

এরূপ পরিস্থিতি দেখে স্কুলের শিক্ষিকা থেকে অন্যান্য পরীক্ষার্থীরা ভয় পেয়ে যায়। বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয় দেগঙ্গা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এই খবর পাওয়া মাত্রই দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়িতে করে ওই ছাত্রকে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বিশ্বনাথপুর হাসপাতালে ছুটে যান। চিকিৎসা চলার ৩০ মিনিটের মধ্যে সুস্থতা বোধ করেন আলমগীর হাসান। এরপর পরীক্ষা দেওয়ার আর্জি জানায়। সাথে সাথে হাসপাতালের বেডে আলমগীর হাসানকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
 

Comments :0

Login to leave a comment