Matribhumi Local Trains

এবার লেডিস স্পেশাল ট্রেনে উঠতে পারবেন সাধারণ যাত্রীরাও

রাজ্য

মহিলা শ্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। মাতৃভূমি লোকালের কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রের নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি করছিলেন মাতৃভূমি স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারেন, তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এক প্রকার ফাকা ১২টা কোচ নিয়েই চলাফেরা করছে মহিলা শ্পেশাল ট্রেনগুলি। ট্রেনের সাধারণ বগির সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রতিবাদে একাধিক রেল স্টেশনে অবরোধ বিক্ষোভে সোচ্চার হয়েছিলেন নিত্য যাত্রীরা। 
শনিবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মাতৃভূমি লোকালে কেমন ভিড় হচ্ছে, তা নজর রেখেছিল শিয়ালদহ ডিভিশন। “মাতৃভূমি লোকাল” ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই চলাচল করছে। শিয়ালদহ ডিভিশনে এখন ৯০০টি পরিষেবা চলে, ৯ কামরার ইএমইউ কোচ ১২ কামরার ইএমইউ করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, রেল মনে করছে, ‘‘মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না। বিশেষত যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই ভারসাম্য বজায় রাখতেই, “মাতৃভূমি লোকাল”র কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। 
রেলের এই সিন্ধন্তের কথা শুনে বনগাঁ শাখার এক নিত্যযাত্রী বলেন,‘‘ মাতৃভূমি স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হয় না। একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারেন, তত সংখ্যক যাত্রী থাকে না। প্রতিদিন প্রায় ফাকা ১২টা কোচ নিয়েই চলাফেরা করে মহিলা শ্পেশাল ট্রেনগুলি। আমাদের শাখায় দুটি ট্রেনের ব্যবধান প্রায় একঘন্টা। অফিস টাইমে ট্রেনগুলি থাকে ভিড়ে ঠাসা। এক প্রকার ওই ট্রেনগুলিতে ওঠা দায় হয়ে ওঠে। তারপর ফাঁকা মহিলা শ্পেশাল ট্রেন চোখের সামনে দিয়ে চলে যায় যতোই ব্যাস্ততা থাকুক না। ভয় থাকে জরিমান দেওয়া ও আত্মসন্মানের। রেলের এই সিন্ধন্ত সময়োপযোগী।

Comments :0

Login to leave a comment