বুধবার সকালে কনমেবল বিভাগের ( দক্ষিন আমেরিকার ফুটবল কনফেডারেশন) বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি এল ভিনিসিয়াসের পা থেকে। ম্যাচ শুরুর আগে করিনথিয়ানসের সমর্থকরা দারুণভাবে বরণ করে নেন নতুন কোচ কার্লো আনসেলত্তিকে। ১৯৩০ থেকে শুরু করে ২০২৬ প্রত্যেক বিশ্বকাপেই দেখা মিলেছে ব্রাজিলের। সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নরা এবার নামবে ' হেক্সা ' ( ষষ্ঠ বিশ্বকাপ ) জয়ের উদ্দেশ্যেই। এর আগে ১৯৯৪ তে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। তখন নিজেদের চতুর্থ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আগামী বছরও মার্কিন যুক্তরাষ্ট্রতেই অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগীতা। অন্য ম্যাচে বুয়েন্স আয়ার্সে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করল আর্জেন্টিনা। অন্য ম্যাচে ফিফা ফ্রেন্ডলিতে ঘরের মাঠে সেনেগালের কাছে ৩-১ গোলে হেরে গেল ইংল্যান্ড।
WORLD CUP QUALIFIERS CONMEBOL
বিশ্বকাপে যোগ্যতা অর্জন ব্রাজিলের , ড্র আর্জেন্টিনার
 ছবি সৌজন্য - ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0