Milind Deora

কংগ্রেস ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

জাতীয়

কংগ্রেস ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওড়া। সূত্রের খবর মহারাষ্ট্রের এই কংগ্রেস নেতা একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন।

রবিবার নিজের এক্সহ্যান্ডেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘‘কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সাথে আমার এবং আমার পরিবারের ৫৫ বছরের যেই সম্পর্ক তা সম্পূর্ণ ভাবে ছিন্ন করলাম।’’ সাংবাদিকদের তিনি জানিয়েছন যে কংগ্রেস ছেড়ে তিনি ‘উন্নয়নে’ সামিল হতে চান। তার এই মন্তব্য থেকে অনেকে মনে করছেন যে তিনি শাসক শিবিরে নাম লেখাবেন।

২০০৪ এবং ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে মুম্বাই দক্ষিণ আসন থেকে জয়ী হন দেওড়া। ২০১৪ এবং ২০১৯ সালে ওই একই কেন্দ্র থেকে অবিভক্ত শিবসেনা প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

রাজনৈতিক মহলের দাবি মহারাষ্ট্রে বিরোধী জোটের শরিক হচ্ছে শিবসেনা এবং এনসিপি। আগামী লোকসভা নির্বাচনে উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনা যদি মুম্বাই দক্ষিণ আসন থেকে প্রতিদ্বন্দিতা করে তবে কংগ্রেস প্রার্থী হিসাবে টিকিট পাবেন না দেওড়া। সেই ক্ষেত্রে দল বদল করে ওই আসন থেকে নিজের টিকিট তিনি নিশ্চিত করতে চাইছে বলে অনেকে মনে করছেন।

 

Comments :0

Login to leave a comment