Bangladesh IPL

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করলো ইউনুস সরকার

খেলা আন্তর্জাতিক

আইপিএল’এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দিল বাংলাদেশের ইউনুস সরকার। 
আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্প্রচার ও প্রচারণা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে, নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থ রক্ষায় বাংলাদেশে আইপিএল সংক্রান্ত সমস্ত ধরনের সম্প্রচার বন্ধ থাকবে। বিসিসিআই-এর নির্দেশে কোন 'যৌক্তিক কারণ' ছাড়াই মুস্তাফিজকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি সেই দেশের সরকারের। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের আবেগকে আহত করেছে, যার ফলে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রবিবার বিসিসিআইয়ের বোর্ড অফ ডিরেক্টরসের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘণ্টার ঘটনাবলি পর্যালোচনা করে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সরকারের পরামর্শ অনুযায়ী, বর্তমান অবস্থায় বাংলাদেশ দল ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
বৈঠক শেষে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট সেই দেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারত যদি আমাদের একজন খেলোয়াড়ের (মুস্তাফিজ) নিরাপত্তা বা সম্মান নিশ্চিত করতে না পারে, তবে তারা আমাদের পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে? সেই কারণেই আমরা সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের মাটিতে খেলার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশের এই অবস্থানের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন চরম সংকটে পড়েছে। টুর্নামেন্টের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি-র হস্তক্ষেপ এখন সময়ের অপেক্ষা।

Comments :0

Login to leave a comment