‘‘ইন্ডিয়ান আইডল ৩’’- র বিজয়ী প্রশান্ত তামাং প্রয়াত হয়েছেন। ৪৩ বছর বয়সী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংকে রবিবার নয়াদিল্লিতে তাঁর বাসভবণে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে কিছু সংবাদ মাধ্যম জানাচ্ছে হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে প্রশান্ত তামাংয়ের। তবে প্রকৃত মৃত্যুর কারণ এখনও অজানা। সম্প্রতি তাকে ‘‘পাতাল লোক’’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেও দেখা গিয়েছিল। এদিন গায়ক ও অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘাটানি এবং প্রশান্ত তামাংয়ের বন্ধু অমিত পাল এদিন গায়ক ও অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রাজেশ ঘাটানি তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বন্ধু মহেশ সেবা সংবাদ সংস্থাকে বলেন, ‘‘ রবিবার সকাল ৯টা নাগাদ দিল্লিতে তাঁর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমি হতবাক। আমি কয়েকদিন আগে তার সাথে কথা বলেছিলাম, এবং তিনি একেবারে সুস্থ ছিলেন।’’ তিনি আরও বলেন, ‘‘তার মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। পরিবার এখনও সিদ্ধান্ত নেয়নি যে দিল্লিতে শেষকৃত্য করা হবে নাকি দার্জিলিঙয়ে।’’
প্রশান্ত তামাং ১৯৮৩ সালে দার্জিলিঙয়ে গোর্খা পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে কাজ করতেন। ২০০৭ সালে ২৪ বছর বয়সে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় জয়ী হন। এছাড়াও ‘গোর্খা পল্টন’, ‘আঙ্গালো ইয়ো মায়া কো’, ‘পরদেশি’ নামে কয়েটি নেপালি ছবিতে অভিনয়ও করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ ‘পাতাল লোকের’ দ্বিতীয় সিজনে, যেখানে তিনি ড্যানিয়েল লেচো নামে একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে সালমান খানের ‘‘ব্যাটল অফ গালওয়ান’’ ছবিতে দেখা যাবে। ছবিটি ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী গীতা থাপা এবং তাদের চার বছরের মেয়ে আরিয়া তামাংকে।
Prashant Tamang
‘ইন্ডিয়ান আইডল ৩’ খ্যাত প্রশান্ত তামাং প্রয়াত
×
Comments :0