ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ঘিরে ইস্যুতে ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে, আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে।
গত ৩ জানুয়ারি ভারতের ফ্রাঞ্চাইজি লীগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে তাদের দল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে নির্দেশ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তার আগে নিলামে প্রায় ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশের এই পেসারকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশও পালটা পদক্ষেপ নেয়। বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নিরাপত্তা শঙ্কা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই প্রসঙ্গেই বাণিজ্য উপদেষ্টা বলেন, আপনি যদি বিগত পাঁচ বছরের আমাদের রপ্তানি-আমদানির চিত্র দেখেন, আপনি বছরভিত্তিক ওঠা-নামা দেখবেন।
উল্লেখ্য, ২০২৪’র জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নানা টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি বিধিনিষেধ আমদানি-রপ্তানি বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে। চলতি বছরের ১৮ মে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।
বাংলাদেশ তার এক মাস আগে স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতো আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অক্টোবরের শেষ দিকে এসে বেনাপোল বন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এসবের দিকে ইঙ্গিত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন রকমের বাণিজ্য বিষয়ক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের কিছু সীমান্ত ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা কোনো প্রভাব ফেলছে কি না, আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না।
Indo-Bangladesh Trade
মুস্তাফিজুর বিতর্কে কমবে না দ্বিপাক্ষিক বাণিজ্য, বলছে বাংলাদেশ
×
Comments :0