বেহালা সখের বাজার এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম বাপি অধিকারী। ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। উল্লেখ্য, নিহত বাপী অধিকারী সখের বাজার এলাকার বাসিন্দা। শনিবার রাত এগারোটা থেকে তিনি ও তাঁর তিন বন্ধু মিলে সারারাত মদ্যপান করেন। রবিবার সকালে সকালে তাঁরা সখের বাজার সুপার মার্কেটের সামনে গেলে তাঁদের মধ্যে কিছু নিয়ে বচসা বাধে। তার জেরেই মারতে মারতে বাপিকে মার্কেটের ভেতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে অচৈতন্য অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকেন বাপি। তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Behala Murder
বেহালায় রাস্তায় মারধরে নিহত যুবক

×
Comments :0