Bangladesh

বাংলাদেশের আইনজীবী খুনের ঘটনায় গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক

আইনজীবী সইফুল ইসলাম খুনের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করলো বাংলাদেশ পুলিশ। সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। সেই ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন এক আইনজীবী। সেই ঘটনাকে কেন্দ্র করে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতেই অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে শনিবার চিন্ময়ের সাথে দেখা করতে গিয়ে ফের একজন সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে। ধৃত শ্যাম দাস প্রভু এদিন জেলে চিন্ময় কৃষ্ণের সাথে দেখা করতে যান। সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে। 

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। দেরি না করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তবর্তী সরকারের দৃঢ় হস্তক্ষেপেরও দাবি করেছে পলিট ব্যুরো।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক হয়েই রয়েছে। তাদের নিরাপত্তা এবং সুরক্ষার পক্ষে বিপজ্জনক একাধিক ঘটনা ঘটছে। 
পলিট ব্যুরো বলেছে, মৌলবাদী শক্তিগুলি সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে সক্রিয়। বাংলাদেশের সরকারকে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে এখনও কোনও দৃঢ় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। শান্তি এবং সম্প্রীতির স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেরি না করে এখনই পদক্ষেপ নিতে হবে। 
পলিট ব্যুরো বলেছে, এই পরিপ্রেক্ষিতেই, ভারতে, হিন্দুত্ববাদী শক্তিগুলি উন্মত্ত এবং আগুন জ্বালানোর মতো প্রচার চালাচ্ছে। এদের উদ্দেশ্য সন্দেহজনক কারণ এই শক্তিগুলিই মুসলিমদের লক্ষ্যবস্তু করে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। 
পলিট ব্যুরো বলেছে, ধর্মীয় সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে বিভাজনের রাজনীতি ভারত এবং বাংলাদেশ উভয়ের পক্ষে ক্ষতিকর। 

Comments :0

Login to leave a comment