রাজ্য জুড়ে আবাস যোজনায় নানান দুর্নীতি ও স্বজনপোষণের খবরে রাজ্য তোলপাড়। কার্যতঃ প্রকৃতদের বঞ্চিত করে এই যোজনা প্রকল্পে লাভবান হওয়ার বহু ঘটনা তৃণমূলের। তবে আরও একটি তথ্য পাওয়া গেছে মালদহের পুরাতন মালদহ ব্লক থেকে।
এই ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মুচিয়া, সাহাপুর, মঙ্গলবাড়ি, ভাবুক, যাত্রাডাঙ্গা ও মহিষবাথানী। আশ্চর্যের বিষয় হল এই একটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রামের বাসিন্দাদের নাম তালিকায় থাকলেও তিনটি গ্রামের পঞ্চায়েতের একজনের নাম দিয়ে ব্লক থেকে কোন তালিকা প্রকাশিত করেনি। যা বিস্মিত করেছে এই তিন গ্রাম পঞ্চায়েতের মানুষদের। এই তিনটি গ্রাম পঞ্চায়েত হল মুচিয়া, সাহাপুর ও মহিষবাথানী।
স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনায় বার বার আবেদন করা সত্ত্বেও তাঁদের নাম তালিকায় নেই।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর সাক্ষাৎ এলাকার বেশ কিছু বাসিন্দা। এঁদের মধ্যে রয়েছেন ঝর্ণা যাদব, সরলা রায়, শ্রীমন্ত মার্ডি, সহ বেশ কয়েকজন বাসিন্দা।
খেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষ বলেন, ‘‘এই তিন গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস তালিকায় প্রথম থেকেই কোনও নাম তালিকায় তোলেনি ব্লক প্রশাসন। বার বার আবেদন করেও কাজ হয়নি।’’ তাঁর প্রশ্ন, ‘‘প্রশাসন কী বোঝাতে চাইছে যে এই তিন গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনায় নাম রাখার মতো কোনও পরিবার নেই? সবাই কি স্বচ্ছল এবং ধনী।’’
Maldaha Awas
মালদহের ৩ পঞ্চায়েতের কারও নাম নেই আবাসে!
×
Comments :0