জয়ন্ত সাহা- কোচবিহার
বিচারের দাবিতে মিছিলে মিছিলে দেখা যাচ্ছে প্রতীকী শিরদাঁড়া। সেই শিরদাঁড়াই তৃণমূলের মাথাব্যথা হয়ে যাচ্ছে। উপনির্বাচনের প্রচারে নেমেই সেই ‘শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার’ হুমকি দিতে হচ্ছে রাজ্যের মন্ত্রীকে।
শুক্রবার কোচবিহারের সিতাইয়ে ভোটের কর্মীসভা করেন তৃণমূল নেতা এবং মন্ত্রী উদয়ন গুহ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘এরাজ্যের অনেকেই এখন শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিরদাঁড়া নিয়ে ব্যবসা করছেন। তাদের শিরদাঁড়া এবার ভোটের পর এমন ভাবে বেঁকিয়ে দিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। ওই বাঁকা শিরদাঁড়া নিয়েই লাঠিতে ভর দিয়েই চলতে হবে।’’
সিতাই সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর এই আসনগুলিতে নেওয়া হবে ভোট।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমি উপ নির্বাচনে লড়ছিলাম। মাত্র এক হাজার ভোটের জন্য ব্যবধানের নিরিখে ‘অল ইন্ডিয়া রেকর্ড’ গড়তে পারিনি। এবারে আমাদের দলনেত্রী যাকেই মনোনয়ন দিন না কেন তাঁকে অতীতের সব রেকর্ড ভেঙে জিতিয়ে আনব।’’
উল্লেখ্য, উদয়ন গুহ নিজে উপ নির্বাচনে লড়তে নেমেই ‘দুয়ারে ধোলাই‘ প্রকল্প চালুর হুমকি দিয়েছিলেন। সেই উপ নির্বাচনে বিধানসভা কেন্দ্রের কোন বুথেই বিরোধীদের প্রচার করতে দেওয়া হয়নি। এমনকি পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি। জেলার রাজনৈতিক মহলের আশঙ্কা সিতাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রচারে নেমেই মন্ত্রী উদয়ন গুহ সেই সন্ত্রাসের পথেই হাঁটার ইঙ্গিত দিলেন।
দিনহাটা কেন্দ্রে উপনির্বাচনে ৮৪.১৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন উদয়ন গুহ। ২০২১’র ওই ভোটে তাঁর ব্যবধান ছিল ১ লক্ষ ৬৪ হাজারের বেশি। সন্ত্রাসের সেই ‘রেকর্ড’ এদিন শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী।
Comments :0