Madurai: CPI-M Party Congress

পার্টি কংগ্রেস: মাদুরাইয়ে ব্যাপক সাড়া জনতার, দিচ্ছেন অর্থও, আজ শুরু প্রদর্শনী

জাতীয়

মাদুরাইয়ের তমুক্কম গ্রাউন্ডে কনভেনশন সেন্টার। এখানেই হবে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস। মঙ্গলবার অমিত করের তোলা ছবি।

প্রসূন ভট্টাচার্য: মাদুরাই

নেতৃবৃন্দ প্রায় সকলেই পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে পৌঁছে সম্মেলন স্থলের প্রস্তুতি ঘুরে দেখলেন সিপিআই(এম) পলিট ব্যুরোর আহ্বায়ক প্রকাশ কারাত। একরাশ উদ্দীপনা পার্টি কর্মীদের মধ্যে।
সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস শুরু হচ্ছে বুধবার, ২ এপ্রিল। মাদুরাই শহরের নামকরণ হয়েছে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে।  সম্মেলন হচ্ছে শহরের তমুক্কম গ্রাউন্ডে। এখানেই আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনারের। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তমুক্কম গ্রাউন্ড সংলগ্ন এলাকা মুড়ে দেওয়া হয়েছে লাল পতাকায়। 
এই নিয়ে তৃতীয়বার পার্টি কংগ্রেস হচ্ছে মাদুরাইয়ে। ১৯৫৩-তে তামিলনাডুর এই শহরেই হয়েছিল পার্টি কংগ্রেস। তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। এরপর ১৯৭২-এ এই মাদুরাইয়েই হয়েছিল পার্টি কংগ্রেস। 
তামিলনাডুতে লোকসভা নির্বাচনে শত চেষ্টা করেও আসন পায়নি বিজেপি। হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে লড়াইয়ে তামিলনাডুর ডিএমকে জোট সরকার। এরাজ্যেই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আহ্বানে হয়েছে জাতীয় স্তরের বৈঠক। আসন পুনর্বিন্যাসে যেন কমে না যায় সংসদে কোনও রাজ্যের প্রতিনিধিত্ব- বৈঠকে অবস্থান জানিয়েছিলেন সিপিআই(এম) কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন। 
৩ এপ্রিল তমুক্কম গ্রাউন্ডেই হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংক্রান্ত বিশেষ সেমিনার। বিজয়ন, স্ট্যালিন থাকছেন। থাকছেন সিপিআই(এম) পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। 
মাদুরাইয়ে সিপিআই(এম)’র আন্দোলন শক্তিশালী। এই লোকসভা কেন্দ্রে সাংসদ সিপিআই(এম) নেতা এবং সাহিত্যিক এস বেঙ্কটেশন। মাদুরাই জেলায় পার্টি সদস্যের সংখ্যা ৫ হাজারের বেশি। পার্টি কংগ্রেসের জন্য তামিলনাডুর প্রত্যেক সদস্য একদিনের বেতন দিয়েছেন। অর্থ দিয়েছেন পার্টি কর্মীরা। 
এখানকার সিপিআই(এম) নেতৃবৃন্দ জানাচ্ছেন যে জনতার থেকেও অর্থ সংগ্রহ হয়েছে। ব্যাপক সাড়া মিলেছে জনতার থেকে। বাড়তি উৎসাহ পেয়েছেন পার্টি কর্মীরা। 
তমুক্কম গ্রাউন্ডেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় প্রতিবাদী শিল্পীরা যোগ দিচ্ছেন অনুষ্ঠানে। থাকছেন প্রকাশ রাজের মতো প্রতিবাদী অভিনেতা। ৬ এপ্রিল সমাবেশ যদিও হবে মাদুরাইয়ের রিঙ রোডে। 
মঙ্গলবার তমুক্কম গ্রাউন্ডে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন সাংবাদিক এন রাম। এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মাদুরাইয়ে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস। এদিন দুপুরে প্রকাশ কারাতের সঙ্গেই সম্মেলন স্থল দেখতে আসেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।

মাদুরাইয়ের সম্মেলন স্থলে প্রকাশ কারাত এবং বৃন্দা কারাত।  ছবি: অমিত কর

Comments :0

Login to leave a comment