শবরীমালায় (Sabarimala) দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য সোমবার বিকেলে বৈঠকে বসছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। সূত্রের খবর সোমবার মন্দির দর্শনের জন্য রেকর্ড সংখ্যক বুকিং হয়েছে। সোমবার শবরীমালায় প্রায় ১,০৭,২৬০ দর্শনার্থী দর্শনের জন্য বুকিং করেছে। সোমবারের ভিড় নিয়ন্ত্রণের জন্য ইতিনমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কেরালা সরকার।
এদিকে, কেরালা হাইকোর্ট, রবিবার ১১ ডিসেম্বর কাজের দিনগুলিতে দর্শনার্থীদের জন্য সময় বাড়ানোর পরামর্শ দিয়েছে। ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পুলিশ ও জেলা কালেক্টরকেও নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্ট আরও বলেছে যে ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (টিডিবি), সবরিমালার তন্ত্রীর সাথে আলোচনা করে, মন্দির আরও ৩০ মিনিট বা এক ঘন্টা খোলা রাখার বিষয়ে বিবেচনা করতে পারে।
দর্শনার্থীদের ভিড় ফলে ট্রাফিক নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিয়েছে। শনিবার ভার্চুয়াল কিউ সিস্টেমের মাধ্যমে প্রায় এক লক্ষ্য বুকিং করা হয়েছিল এবং প্রায় ৯০ হাজার দর্শনার্থী এসেছিলেন।
Comments :0