গোয়েন্দা ব্যর্থতার কারণেই পহেলগামে এত বড় মাপের সন্ত্রাসবাদী হামলা হয়েছে। শুক্রবার এই মর্মে সরব হয়েছেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী।
সংবাদসংস্থাকে এদিন তিনি বলেছেন, ‘‘আমার অনুমান গোয়েন্দা ব্যর্থতার কারণেই এই ঘটনা। এই ব্যর্থতার দায় কার তা নিশ্চিত করতে হবে। কেউ না কেউ এর জন্য দায়ী। ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে।’’
গত মঙ্গলবার, ২২ এপ্রিল, পহেলগামে ২৬ জনকে খুন করেছে সন্ত্রাসবাদীরা। প্রাক্তন সেনাপ্রধান বলেছেন, ‘‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র ভূমিকা আছে এই ঘটনায়। আমাদের দিক থেকে কোথাও না কোথাও আত্মসন্তুষ্টি কাজ করেছে। তার তদন্ত হওয়া উচিত।’’
পাকিস্তান কেন্দ্রীক সন্ত্রাসবাদী সংগঠন সংগঠন লস্কর ই তৈবার ছায়া সংগঠন ‘দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে।
কেন্দ্রের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নে রায়ভৌধুরী বলেছেন, ‘‘কেবল বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। সন্ত্রাসবাদ প্রতিরোধের মতো পদক্ষেপ নেওয়া উচিত। আন্তর্জাতিক কূটনীতির কাঠামোর মধ্যে থেকেই আমাদের পালটা পদক্ষেপ নেওয়া জরুরি।’’
ভারতের নির্দেশের পর শুক্রবার দেখা গিয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানের বহু নাগরিককে দেশে ফিরতে। কেন্দ্র আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ জারি করে বৃহ্স্পতিবার।
শুক্রবার সিন্ধু জল চুক্রি সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় নবাদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। ১৯৬০’র এই চুক্তির প্রয়োগ আপাতত স্থগিত ঘোষণা করেছে ভারত। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল আবার বলেছেন, ভারত থেকে এক বিন্দু জল যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করা হবে।
পাকিস্তান ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে।
Pahalgam Army Chief
গোয়েন্দা ব্যর্থতার দায় কার নিশ্চিত করতে হবে, বললেন প্রাক্তন সেনাপ্রধান

×
Comments :0